Wednesday 30 September 2015

আজ শ্রীমতি অ্যানি ব্যাসান্তের জন্মদিন।।

আজ শ্রীমতী অ্যানি ব্যাসান্ত এর জন্মদিন । আমরা নিশ্চয়ই ইতিহাস বইতে হোমরুল  আন্দোলনের কথা শুনেছি । ভারতবর্ষে  সেই হোমরুল আন্দোলনের  পুরোধা ছিলেন অ্যানি ব্যাসান্ত । ১৮৪৭ সালের ১ লা অক্টোবর অ্যানি ব্যাসান্ত জন্মগ্রহণ করেন । তিনি আয়ারল্যান্ডের নাগরিক ছিলেন । আয়ারল্যান্ডের  HOME RULE আন্দোলনের দারা প্রভাবিত হয়ে অ্যানি ব্যাসান্ত ভারতে home rule আন্দোলন শুরু করেন ।  ১৯১৬ সালের এপ্রিল মাসে বালগঙ্গ াধর তিলক হোমরুল আন্দোলনের সূচনা করেন । ঐ বছর সেপ্টেম্বর মাসে অ্যানি ব্যাসান্তে পৃথকভাবে হোম রুল লীগ গঠন করেন । দুটি লীগেরই উদ্দেশ্য ছিল শান্তিপূ র্ণ উপায়ে সায়েত্তশাসন অর্জন করা । হোম রুল আন্দোলনের মধ্য দিয়ে অ্যানি ব্যাসান্তে ব্যাপক জনপ্রিয়তা অ র্জন করেন । ১৯১৭ সালে কল কাতা কংগ্রেসের তিনি প্রেসিডেন্ট নি র্বাচিত হন । ১৯১৮ সালে অ্যানি ব্যাসান্তের মধ্যে দিধাগ্রস্থতা দেখা দেয় । ১৯১৮ সালে মন্টেগু চেমসফোর্ড স ংস্কার প্রকাশিত হলে অ্যানি ব্যাসান্ত তাঁর নিন্দা করেন , পরে মত পালটে একে সম র্থন করেন । ১৯৩৩ সালের ২০ শে সেপ্টেম্বর ৮৫ বছর বয়সে ব্রিটিশ ইন্ডিয়ার মাদ্রাস প্রেসিডেন্টির আডিয়ায় তিনি মারা যান ।

নাসিরুদ্দিন মহম্মদ হুমায়ুন

১৫৩০ সালের ২৬ শে ডিসেম্বর মাত্র ৪৮ বছর বয়সে বাবর মারা যান । মৃত্যু শয্যায় শুয়ে বাবর তাঁর পুত্র নাসিরুদ্দিন মহম্মদ হুমায়ুন কে উত্তরাধীকারী মনোণীত করেন ।  ১৫০৮ সালের মার্চ মাসে কাবুলে হুমায়ুন জন্মগ্রহণ করেন । ১৫০৬ সালে হুমায়ুনের মাতা মহিম বেগমের সাথে  বাবরের বিবাহ হয়েছিল । সম্ভবত ১৫৩০ সালের ২৬ শে ডিসেম্বর বাবর মারা যান এবং তাঁর মৃত্যুর ৪ দিন পর ২৩ বছর বয়সে হুমায়ুন সিংহাসন আরহণ করেন । হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান । হুমায়ুন দুটি পর্যায়ে তাঁর শাসনকার্য চালিয়েছিলেন । প্রথম পর্যায় ১৫৩০-১৫৪০ আর দিতীয় পর্যায় হল ১৫৪৫-১৫৫৬ সাল পর্যন্ত । মাঝে ১৫৪০-১৫৪৫ পর্যন্ত শাসন করেছিল শের খা । মূলত শের খা র কাছে বিল্বগ্রামের যুদ্ধে পরাজিত হওয়ায় ফলে ১৫৪০-১৫৪৫ পর্যন্ত শাসন কার্য তাঁর হাতের বাইরে ছিল । ১৫৪০-১৫৪৫ এই পাঁচ বছর হুমায়ুন নানা জায়গায় ঘুরে বেড়ান সামান্য আশ্রয় পাওয়ায় আশায় । তারপর অমরকোটার রানার আশ্রয়ে কিছুদিন কাটান । অবশেষে চলে যান পারস্যের শাহ তহমাস্পের দরবারে । এক চুক্তি করে মাধ্যমে হুমায়ুন তাঁর সাহায্যে কাবুল ও কান্দাহার দখল করেন । এরপর একে একে দখল করেন লাহোর , আগ্রা ও দিল্লী পুনঃপ্রতিষ্টিত হয় মুঘল সাম্রাজ্য । সদ্য প্রতিষ্টিত মুঘল সাম্রাজ্যের সূচনাকালে অর্থাৎ ১৫৫৬ সালের ২৪ শে জানুয়ারি( তারিখ নিয়ে বিতর্ক আছে ) সন্ধ্যায় হুমায়ুন পাঠাগারে বসে বই পড়ছিলেন । হঠাৎ নিকটবর্তী মসজিদ হতে স ন্ধ্যাকালীন প্রার্থনার জন্য মুয়াজ্জিম এর আজানের ডাক শুনে তাড়াতাড়ি সিঁড়ী দিয়ে নামতে গিয়ে পদ স্খলনের ফলে তিনি পড়ে যান এবং মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঞ্জান হারান । অতপর ১৫৫৬ সালের জানুয়ারি মাসে হুমায়ুন মারা যান ।

বাবর

ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জাহিরউদ্দিন মহম্মদ জালালউদ্দিন বাবর । বাবরের বয়স  যখন মাত্র ১১ বছর সেই সময় বাবরের পিতা মারা যান । পিতৃহারা হওয়ার পর বাবর পিতৃরাজ্য ফারগানার দায়িত্বভার গ্রহণ করেন । কিন্তু পরবর্তীতে ফারগানা তাঁর হস্তচ্যুত হয় । একাধিক বার অভিযান চালিয়েও তিনি পিতৃরাজ্য অধিকার করতে ব্যর্থ হন । এরপর বাবর কিছুদিন নানান জায়গায় ঘুরে দিন কাটান । অবশেষে বাবর কাবুল এ উজবেগদের আভ্যন্তরিন বিবাদকে কাজে লাগিয়ে কাবুল দখল করে নেন । মূলত কাবুল দখল করার পরই বাবর ভারত আক্রমণ করার কথা চিন্তা করেন এবং ভারত আক্রমণ করেন । এ পর্বে তিনি ভারত আক্রমণ করলে কান্দাহার কতৃক কাবুল আক্রান্ত হয় । ফলে বাবর ভারত ত্যাগ করে কাবুলে ফিরে যান এবং কান্দাহার দখল করে নিয়ে পুনরায় ভারত আক্রমণ করেন । বাবরের প্রথম ভারত আক্রমণের তারিখ নিয়ে বিতর্ক  আছে । বাবরের আত্মজীবনিতে বলা হয়েছে বাবর প্রথম ভারত আক্রমণ করেন ১৫১৯ সালে কিন্তু আবুল ফজল বলেছেন বাবর প্রথম ভারত আক্রমণ করেন ১৫০৫ সালে । তবে    যাই হোক ১৫২৬ এর আগে বাবর পুরোপুরি ভাবে ভারত দখল একটা পরিকল্পনা নিয়ে ছিলেন , কিন্তু দৌলত খা লোদী এবং আলম খা র  বিশ্বাসঘাতকতার তাঁর সেই বারের পরিকল্পনা ব্যর্থ হয় । এরপরে ১৫২৬ খি; পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদীকে পরাজিত করে মুঘল সান্রাজ্য প্রতিষ্টা করেন ।

Tuesday 29 September 2015