Thursday 1 October 2015

নদীয়া জেলা

ভারতবর্ষের 29 টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ একটি অন্যতম প্রধান রাজ্য | আর এই রাজ্যের একটি সুপ্রসিদ্ধ জেলা হল নদিয়া | 1787 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘোষিত বাংলার প্রথম জেলা এটি | এই জেলার উত্তরে মুর্শিদাবাদ, দক্ষিণে উত্তর
24পরগনা , পূর্বে বাংলাদেশ ও পশ্চিমে বর্ধমান অবস্থিত | নদিয়া জেলায় চারটি মহকুমা আছে |মহকুমাগুলি হল কল্যাণী , রানাঘাট, কৃষ্ণনগর, তেহট্ট |এই জেলায় 10 টি পুরসভা , 187 টি গ্রাম পঞ্চায়েত , 17 টি পঞ্চায়েত সমিতি এবং 17 টি ব্লক আছে | লোকসভায় দুটি ( রানাঘাট তপ: জাতি এবং কৃষ্ণনগর ) এবং বিধানসভায় সতেরো টি [ পলাশিপাড়া, নাকাশিপাড়া, করিমপুর, চাপড়া , কৃষ্ণগঞ্জ( তপ: জাতি) , কালীগঞ্জ, নবদীপ, শান্তিপুর, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর. দক্ষিণ, রানাঘাট উত্তর - পূর্ব ( তপ:জাতি) , রানাঘাট উত্তর - পশ্চিম, রানাঘাট দক্ষিণ (তপ:) , হরিণঘাটা ( তপ: ) , চাকদহ. , তেহট্ট, কল্যাণী ( তপ:) ) আসন এই জেলার জন্য রয়েছে |

আন্তর্জাতিক ক্ষেত্রে নদিয়ার কৃষ্ণনগরের মৃৎ শিল্পের. সুনাম রয়েছে | নদিয়ার মৃৎ শিল্পী রাম পাল
1851 সালে লন্ডনে অনুষ্ঠিত ' এগজিবিশন অফ দ্য ওয়ার্কস অব ইন্ডাস্ট্রি অফ অল নেশনস ' প্রদর্শিতে পুরস্কৃত হয়েছিলেন | কৃষ্ণনগরের কিছু মাটির কাজ সংরক্ষিত আছে আমেরিকার পিয়াবডি মিউজিয়ামে |
নদিয়া জেলায় বিভিন্ন সময়ে নানা রকমের উৎসব পালিত হয় এগুলির মধ্যে শান্তিপুরের রাস, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা, বারোদলের মেলা , বাদকুল্লার দূর্গোৎসব উল্লেখযোগ্য |

এই জেলায় বহু বিখ্যাত ব্যক্তি জন্ম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে রয়েছেন ফুলিয়ার কৃত্তিবাস ওঝা যিনি কাব্য ছন্দে রামায়ণ লিখেছিলেন , চৈতন্যদেব যিনি গৌড়ীয় বৈষনব ধর্মের প্রবর্তক , কৃষ্ণদেব রায় যার রাজত্বকালে বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় এবং ইংরেজদের মিত্রতার জন্য তিনি মহারাজা উপাধি পান, দীনবন্ধু মিত্র, দিজে ন্দ্রলাল রায়, রামতনু লাহিড়ী , রাজশেখর বসু, গোপাল ভাঁড়, গীতগোবিন্দের রচয়িতা জয়দেব, সুচেতা কৃপালনি, বাঘাযতীন এছাড়াও আর অনেক বিখ্যাত ব্যক্তি নদিয়াতে জন্ম গ্রহণ করেন |
1947 সালে ভারত ভাগের সময় নদিয়ার নাম নবদীপ রাখা হয়েছিল | এই জেলার অন্তর্গত কৃষ্ণনগরের প্রাচীন নাম ছিল - রেউই গ্রাম আর ব্রিটিশ আমলে কল্যাণী নাম ছিল রুজভেল্ট নগর |

No comments:

Post a Comment