Thursday 1 October 2015

বাদকুল্লা নামের পশ্চাদে জনশ্রুতি

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার অন্তর্গত একটি অঞ্চল হল বাদকুল্লা | তবে এই অঞ্চলের নাম বাদকুল্লা কেন হল তা নিয়ে একাধিক মত পাওয়া যায় | এখন সেই মতামত গুলিই তুলে ধরছি

কেউ. কেউ মনে করেন একজন পদাতিক সৈন্য একসময় এখানে এসেছিলেন | তিনি যখন কাজ করছিলেন তখন তাঁর টুপি বা কুল্লা টি জোর হাওয়ায় উড়ে যায়. || পরে তিনি তাঁর সেনা ক্যাম্পে এলে তার সহকর্মীরা তাঁর টুপি না থাকার কারণ জিঞগাস করলে তিনি বলেন " কুল্লা বাদ হো যায়েগা " | সেই থেকেই বাদকুল্লার এরুপ নামকরণ হয় বলে কেউ কেউ মনে করেন |

আবার আরেক শ্রেণীর লোক মনে করেন কুল্লা হলো উঁচু ঢিপি | কিন্তু পার্শ্ববর্তী অঞ্চল গুলি অপেক্ষা কৃত উঁচু হলেও বাদকুল্লার ভূমিরুপ একটু নীচু | তাই বাদ হিসাবে পরিচিত | ঢিবির অভাবে এর নাম হয় " বাদকুল্লা " |

অনেক পূর্বে " বাদকুল্লা " লেখা হত. "বাতকুল্লা " হিসাবে | পূর্বে বেত গাছ ভীষণ পরিমাণে ছিল বলে এই অঞ্চল বাদকুল্লা নামে পরিচিত হয় |

বাদকুল্লা ইংরাজী হরফে Bad-kulla. হয় | বলা হয় বাদকুল্লা দস্যু প্রধান এলাকা ছিল | তাই এর নামকরণ. ব্যাড মানে খারাপ অর্থে বাদকুল্লা হয় |

জানা যায় পূর্বে এই এলাকার লোকজন খুব দরিদ্র ছিল | এতো দরিদ্র ছিল যে, বাদকুল্লা মৌজার রাজস্ব আদায়ের পরিমাণ শূন্যের কোঠায় গিয়ে দাঁড়ায় | তাই গ্রামের নাম হয় ' বাদকুল্লা ' | বানান প্রথম দিকে ছিল ' বাদকুল্য ' | কুল্য শব্দটি ওজন সম্বন্ধীয় | সুলতানি আমলে কুল্য বলতে বোঝাতে 8 দ্রোণ অর্থাৎ. 6 মন 16 সের | বাদকুল্লা থেকে মাঝে মাঝে 1 কুল্য রাজস্ব আদায় হত না | তাই সরকারি দপ্তরে এর নাম হয় বাদকুল্য | বাদকুল্য ক্রমে বাদকুল্যা এবং শেষে ' বাদকুল্লা'য় পরিণত হয় |

বাদকুল্লার এরুপ নামকরণের পিছনে আরও একটি ইতিহাস আছে | কুল্যা শব্দের অর্থ গড়খাই বা কাঁটা খাল | অঞ্জনা যে খাল সে বিষয়ে কোনও সন্দেহ নেই | আড়বান্দী থেকে পূর্ব দিকে বহুদূর পর্যন্ত কাঁটার প্রয়োজন হয়নি | সাভাবিক জলাভূমি থাকায় অঞ্জনার প্রস্থ এখানে বেড়ে যায় | কাঁটতে হয় না বলে এটুকু বাদ যায় | এই বাদ দিয়ে কুল্যাটা কাঁটা হলো তাই এর নাম দেওয়া হলো বাদকুল্যা, এটা ক্রমে বাদকুল্লায় পরিনত হয় | বাদকুল্লার পাশে কুল্যা যুক্ত আরও দুএকটা গ্রামের নাম পাওয়া যায় | যেমন বড়কুল্যা, দোয়া ( দহ) কুল্যা প্রভৃতি |

বাদকুল্লা নামের পশ্চাদে এই সব জনশ্রুতি পাওয়া যায় ...

Source :- Badkulla Parichai

No comments:

Post a Comment