Thursday 1 October 2015

কলকাতা মহানগরী

1690 সালের 24 শে আগষ্ট জব চার্নক তৎকালীন বাংলার নবাব ইব্রাহিম খানের কাছে অনুমতি নিয়ে কলকাতা প্রতিষ্ঠা করেন | তবে সম্প্রতি কলকাতা হাইকোর্ট এই প্রতিষ্ঠা দিবস বাতিল বলে ঘোষণা করেছে | কলকাতা বাংলার ষষ্ঠ রাজধানী :- প্রথম -গৌড় ( মালদহ ), দিতীয় - নদিয়া , তৃতীয় - রাজমহল, চতুর্থ -ঢাকা, পঞ্চম - মুর্শিদাবাদ | মুর্শিদাবাদ থেকে বাংলার রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয় 1772 সালে | ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 সালে | 1756 সালে সিরাজ উদ দৌললা কলকাতা আক্রমণ করেন এবং কলকাতার নাম এরপরে হয় আলীনগর
কলকাতায় পাতাল রেল চালু হয় 1984 সালের 24 অক্টোবর | কলকাতার রাজভবন তৈরি হয়েছিল 1799 সালে লর্ড ওয়েলেসলির আমলে | এটি লর্ড কার্জনের পৈতৃক বাড়ি কেডল স্টোন হলের অনুকরণে তৈরি | কলকাতা হাইকোর্ট বেলজিয়ামের Ypres এ অবস্থিত বিখ্যাত টাউন হলের আদলে নির্মিত হয় 1872 এ | ভারতীয় যাদুঘর নির্মিত হয় 1875 সালে ইতালীয় নির্মাণ কৌশলে | শহীদ মিনার তৈরি হয় 1828 সালে | এর উচ্চতা 48 মিটার | ভিত মিশরীয় স্তম্ভ, সিড়ি এবং গম্বুজ তুর্কি
স্থাপত্যরীতিতে তৈরি | এটি অক্টারলোনির নেপল জয়ের স্মারক |
ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি স মাপ্ত হয় 1921 এ | ইটালির রেনেসাঁস ও মোগল রীতিতে তৈরি এটি | আলিপুর চিড়িয়াখানা তৈরি করেন রাজা রাজেন্দ্র মল্লিক. 1876 সালে | কলকাতা রেস কোর্স নির্মাণ করা হয় 1819 এ | কলকাতার প্রাচীন তম গির্জা চিনা বাজারের আর্মেনিয় গির্জা স্থাপিত হয় 1724 এ |

মাত্র তিন খানা গ্রাম নিয়ে কলকাতা শহরের পত্তন. হয় | সেই তিনটি গ্রাম হল - সুতানুটি , কলকাতা ও গোবিন্দপুর | ইংরেজ দের হাতে যাবার আগে কলকাতায় জমিদারি রাজত্ব ছিল | সার্বণ চৌধুরীর সম্পত্তি ছিল কলকাতা ইংরেজ দের হাতে যাওয়ার আগে | সার্বণ চৌধুরীর কাছ থেকে ইংরেজরা সুতানটি, কলকাতা ও গোবিন্দপুর কেনে |
কলকাতা মহানগরীর তদারকির দায়িত্বে কলকাতা করপোরেশন বা পৌরসভা |
1847 সালে কলকাতা করপোরেশন. প্রতিষ্ঠিত হয় | কলকাতা করপোরেশনের প্রথম বাঙালি মেয়র ছিলেন - দেশবন্ধু চিত্তরঞ্জন. দাশ | কলকাতায় প্রতিষ্টিত প্রথম কলেজ হল ফোর্ট উইলিয়াম কলেজ, 1800. সালে প্রতিষ্টিত. হয় | কলকাতার সাধারণ মানুষ 1817 সালে প্রতিষ্টিত করেন হিন্দু কলেজ | কলেজটির বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ | | কলকাতা বিশ্ব বিদ্যালয় প্রতিষ্টিত হয় 1857 সালের 24 শে জানুয়ারি | 1890 সালে স্যার গুরুদাস. বন্দোপাধ্যায়. প্রথম বাঙালি ভাইস চ্যান্সেলর হন কলকাতা বিশবিদ্যালয়ের | কলকাতা বিশবিদ্যালয়ের থেকে প্রথম গ্র্যাজুয়েট
হন. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু যুগ্ম ভাবে | কলকাতা বিশবিদ্যালয় থেকে মহিলাদের মধ্যে প্রথম গ্র্যাজুয়েট হন চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলি|
কলকাতায় প্রথম বিদ্যুৎ এর আলো জ্বলে 1899 সালে | 1882 সালে ঘোড়ায় টানা ট্রাম এবং 1900 সালে বৈদ্যুতিক ট্রাম চালু হয় কলকাতায় | 1797 সাল থেকে কলকাতার টাঁকশাল টাকা তৈরি করতে শুরু করে | কলকাতায় প্রথম টেলিফোন চালু হয় 1882 সালে |
কলকাতা রাইটার্স বিল্ডিং তৈরি হয় 1780 তে |

ফোর্ট উইলিয়াম দূর্গ নির্মাণের কাজ শুরু হয় 1858 সালে আর শেষ হয় 1873 এ | কলকাতা হাইকোর্ট প্রথমে 1772 সালে স্থাপিত হয় | তখন হাইকোর্টের বাড়ি ছিল না | কোর্ট বসত টাউন হলে | তখন এই কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট ছিল | বর্তমান. হাইকোর্ট 1872 সালে রাজভবনের পশ্চিম দিকে
স্থাপিত হয় | আর কলকাতার রাজভবন তৈরি হয়েছিল ক্যাপ্টেন ওয়াটসের নক্সা অনুসারে | রাজভবন তৈরির কাজ শুরু হয় 1791 সালে আর শেষ হয় 1803 খি:
1972 সালের নভেম্বর মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতার পাতাল রেলের শিলান্যাস. করেছিলেন
ভারতের সর্বপ্রথম. পাতাল রেলের কাজ শুরু হয় কলকাতায় 1984 সালের 24 শে অক্টোবর
| এসপ্লানেড. থেকে ভবানীপুর পর্যন্ত

No comments:

Post a Comment