Thursday 1 October 2015

সামনে আগষ্ট মাস তারপরেই সেপ্টেম্বর মাস আর সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে কোন দিবস পালিত হয় এটা নিশ্চয় জানেন ...হ্যাঁ ঠিকই ধরেছেন শিক্ষক দিবস |.......সর্বপল্
লী রাধাকৃষ্ণাণের জন্মদিন কে ভারতবর্ষে শিক্ষক দিবস হিসাবে মানা হয় |

1888সালের. 5 ই সেপ্টেম্বর মাদ্রাজ শহরের (ব র্ত মান নাম চেন্নাই) কাছাকাছি তিরুতানি নামের একটি ছোট্ট শহরে তিনি জন্ম গ্রহণ করেন | রাধাকৃষ্ণাণের জীবনের প্রথম আট বছর কেটেছিল তিরুতানি শহরে | এখানেই তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন | এরপর তিনি তিরুপতি শহরে চলে আসেন | 1896-1900 খি: পর্যন্ত ক্রিশ্চান মিশনারি বিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি ..এরপর 1900 খি: ভেলোর কলেজে ভর্তি হন ...এখানে চার বছর পড়াশোনা করে চলে আসেন তামিল সভ্যতার. কেন্দ্র মাদ্রাজ শহরে ..1904-1908 খি: পর্যন্ত তিনি মাদ্রাজ ক্রিশ্চান কলেজে একজন কৃতি
ছাত্র ছিলেন ....রাধাকৃষ্ণাণের প্রথম জীবনে দ র্শন
শাস্রের প্রতি কোনো রুপ আগ্রহ ছিল না ....কিন্তু একদিন তাঁর সদ্য স্নাতক হওয়া ভাই নিজের দ র্শ নের বইগুলি তাঁকে পড়তে দিয়েছিলেন ...সে দিন সারারাত ধরে তিনি মনোযোগ সহকারে বইগুলি পড়েছিলেন ...এভাবেই তাঁর ভাবনার জগৎ এ অদ্ভুত এক পরিবর্তন আসে ..আর সেই থেকেই জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দ র্শ ন শাস্রের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন ....মাদ্রাজ ক্রিশ্চান কলেজ থেকে বি.এ. পরীক্ষাতে তিনি প্রথম হয়ে পাশ করেন ...
মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে এম.এ পরীক্ষা তে অন্যান্য
উত্তর পত্রের সঙ্গে একটি মৌলিক প্রবন্ধ রচনার বিধান ছিল ..সেখানে রাধাকৃষ্ণণ Ethics of the Vedanta নামে একটি অসাধারণ মৌলিক প্রবন্ধ রচনা করেছিলেন ....পরীক্ষক হগ সাহেব তাঁর এই প্রবন্ধ পড়ে মুগ্ধ হয়েছিলেন ...এই মৌলিক প্রবন্ধ টি পরবর্তীতে 1908 সালে মাদ্রাজ বিশবিদ্যালয় থেকে প্রকাশিত হয় ...তখন বইটির নাম হয়েছিল. The Ethics of the Vedanta and its Metaphysical Analysis |…………1909 সালে রাধাকৃষ্ণণ মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক নিযুক্ত হন ...তিনি ছাত্র ছাত্রী দের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন ...তাঁর সুন্দর বাচনভঙ্গি ছাত্র ছাত্রী দের মন্ত্রমুগ্ধ করত ....শিক্ষা ক্ষে ত্রে অসামান্য কৃতিত্বের জন্য 1911 সালে তিনি লরিয়েট ইন টিচিং উপাধি লাভ করেন ......সাধীন ভারতবর্ষের তিনি প্রথম উপ রাষ্ট্রপতি ছিলেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছিলেন....
1975 সালের জানুয়ারি মাসে ইউরিমিয়া রোগে আক্রান্ত হয়ে নার্সিহোমে ভ র্তি হন ...বেশ কিছুদিন সেখানে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন .....কিন্তু কিছু দিনের মধ্যেই আবার গুরুতর অসুস্থ হন এবং তাঁকে আবার নার্সিহোমে ভ র্তি করা হয়...নার্সিহোমে থাকাকালীন তিনি টেম্পলটন পুরস্কার পান ...এর আগে তিনি মাদার টেরেসা উপাধি পেয়েছিলেন .....

অবশেষে 1975 সালের 16ই এপ্রিল রাত্রি বারোটা পঁয়তাল্লিশ মিনিটে নার্সিং হোমে তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন ... মৃতুকালে তাঁর বিছানার পাশে হাজির ছিলেন তিন মেয়ে এবং তাঁর পুত্র বিখ্যাত পন্ডিত ড. এস. গোপল....সারা পৃথিবীর সংবাদ পত্রে পরদিন গুরুত্ব সহকারে তাঁর মৃতুর খবর প্রকাশিত হয়

No comments:

Post a Comment