Thursday 1 October 2015

গাণ্ড

1948 সালের. 20শে জানুয়ারি সন্ধ্যায়. ভারতের রাজধানী নিউ দিল্লির বিড়লা ভবনের প্রাচীর ধার ঘেঁষে এক বিষ্ফোরন ঘটেছিল | জিনিসটা ছিল সাধারণ পেটো | প্রাচীর টার খানিকটা ক্ষতি হয়েছিল | দিল্লির এই বিড়লা ভবনে তখন গান্ধীজি বাস করছিলেন | ভবনের সামনের চত্বরে তিনি তার প্রার্থনা সভা চালাচ্ছিলেন |
দিল্লি এবং এ দেশের অন্যান্য অংশেরও আবহাওয়া তখন তপ্ত মানসিকতাতেও ছিল চাপা উত্তেজনা | এর কারণ মাস কয়েক আগেই হিন্দুস্তানের অঙ্গ-ব্যবচ্ছেদ করা হয়েছে | হিন্দুস্তানের একটা অংশকে কেটে বার করে এনে সৃষ্টি করা হল ধর্মীয় শাসন ভিত্তিক স্বাধীন মুসলমান রাষ্ট্র - পাকিস্তান | কংগ্রেসের নেতারা তখন হিন্দু মুসলমান ঐক্য এবং ধর্মনিরপেক্ষতার
অলীক কল্পনায় মত্ত ছিলেন | তাদের আগ্রহের এবং নীতিগত ঘোষণার ঠিক উল্টোটাই তারা করে বসলেন -- হিন্দুস্থানের মাটির ওপরেই তারা এক ধর্ম শাসিত মুসলমান রাষ্ট্র স্বীকার করে বসলেন | নিজেদের এই পরাজয় টাকে ঢাকা দিতে তারা হিন্দুদের একটা 'জাতি' বলেই. স্বীকার করলেন না --- স্বীকার করলেন সম্প্রদায় হিসাবে |
ধর্মনিরপেক্ষতার নীতি | যেদিন ভারত ভাগ হল তখন অখন্ড ভারত বিভক্ত হল এমন দুই ভাগে যার একটি হল মুসলমান রাষ্ট্র, অন্যটি অমুসলমান রাষ্ট্র নয় ----- ধর্মনিরপেক্ষ রাষ্ট্র |
দেশবিভাজনের তীব্র বেদনার পথরেখা ধরে এলো গণহত্যা, ধর্ষণ, তীব্র হিংস্রতা আর লক্ষ লক্ষ মানুষের গৃহহারা উদ্বাস্তু হওয়া | এগুলিই সেই কালের সাধারণ নীতি হয়ে উঠল |
গান্ধী , --- মহাত্মা বলেই তিনি সর্বলোকমান্য -- এক মহান আত্মা --- এই রাজনীতিতে এক সমুজ্জ্বল ভূমিকা গ্রহণ করেছিলেন | হিন্দু দের মধ্যে যারা এই দেশ বিভাগের ফলে সমূহ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং যারা ভ্রাতৃত্ববোধের দ্বারা তাদের দুঃখে সহানুভূতি সম্পন্ন ছিলেন, তারা তার প্রতি বিক্ষুব্ধ হচ্ছিলেন | আর তাই বিড়লা ভবনের চতুর্দ্দিকে বেশি করে পুলিশ মোতায়েন করা হচ্ছিল --- তাকে যে কোন রকম আক্রমণ থেকে রক্ষা করবার জন্য |
1948 সালের 20শে জানুয়ারি যে বিষ্ফোরন ঘটে, তার আক্রমণের লক্ষ্য গান্ধী ছিলেন না | তিনি যে মঞ্চে বসেছিলেন, তা ছিল সেখান থেকে প্রায় এক'শ পঞ্চাশ ফুট দূরে | যাই হোক এই ঘটনায় মদনলাল পাওয়া নামে একজন ঘটনাস্থলে গ্রেপ্তার হন | দেশবিভাগের ফলে ক্ষতিগ্রস্ত হিন্দুদের মধ্যে তিনি একজন ছিলেন. | এই ঘটনার পর পুলিশ বিড়লা ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল |
এই ঘটনার দশদিন পর আকস্মিক ভাবেই 1948 সালের 30জানুয়ারি বিকেল পাঁচটায় গান্ধী যখন প্রার্থনা সভার মঞ্চে আসবার মাঝখানে এসেছেন, তখনই নাথুরাম গডসে সামনাসামনি দাঁড়িয়ে গুলি করলেন তাঁকে | গান্ধীর মুখ দিয়ে একটা অতিমৃদু ও অস্ফুট 'আ:' ধ্বনি বেরিয়ে এল, সম্ভবত আকস্মিক তীব্র আঘাত ও জৈবিক প্রতিক্রিয়াতেই | তিনি মাটিতে পড়ে গেলেন | মুহূর্তে তিনি চেতনা হারালেন | মিনিট কুড়ির মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন | গুলি করেই নাথুরাম অস্ত্রশুদ্ধ হাত তুলে দাঁড়াল এবং পুলিশ কে ডাকল | পুলিশ তাকে গ্রেপ্তার করল |

তথ্য সূত্র :- শুনুন ধর্মাবতার
 

No comments:

Post a Comment