Thursday 1 October 2015

নেতাজী রহস্য ফাঁস

আজ রানাঘাটে বি.এ. তৃতীয় বর্ষের বই কিনতে গেছিলাম | বই কিনে আসার সময় রানাঘাট স্টেশন সংলগ্ন একটি দোকানে নেতাজী সুভাষ চন্দ্র সম্পর্কিত একটি সংক্ষিপ্ত বই দেখতে পায়| বইটি আমি পড়ার জন্য তার কাছে অনুরোধ করলে সেই দোকানদার আমাকে বইটি নিয়ে যেতে বলেন | আজ সেই বই থেকে আমি যেসব তথ্য পেয়েছি | সেই সব তথ্যই আপনাদের সামনে তুলে ধরছি |

এই বইটিতে নেতাজী সুভাষচন্দ্র বসু সম্পর্কে বলা হয়েছে ফৈজাবাদের গুমনামি বাবাই নেতাজী সুভাষচন্দ্র বসু ছিলেন | আরও বলা হয়েছে উত্তর প্রদেশের ফৈজাবাদে " গুমনামি বাবা " ছদ্মনামে নেতাজী 1985 সাল পর্যন্ত অবস্থান করেছিলেন | পরে বেশী জানাজানি হয়ে যাওয়ায় সেখান থেকে অন্তর্ধান করেন | কয়েকজন অতি বিশ্বস্ত ভক্তকে দিয়ে তাঁর মৃত্যু ঘোষণা করা হয় এবং সঙ্গোপনে তথাকথিত দাহকার্য সম্পন্ন করা হয় অতি তৎপরতায় | শুধু তাই নয়, তাঁর উদ্দেশ্যে একটা স্মৃতি স্তম্ভও নির্মিত হয়েছে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে | এই ব্যাপারে গুমনামী বাবার আশ্রম গৃহের মালিকও তাঁর ঘনিষ্ঠ ভক্তের বলিষ্ঠ বক্তব্য প্রণিধানযোগ্য :-
" আমি স্হির নিশ্চিত যে গুমনামি বাবাই নেতাজী সুভাষচন্দ্র বোস | এ বিষয়ে কোন সন্দেহ নেই | .... এখানে আরও বলা হয়েছে ...নেতাজী আজও জীবিত এবং ঠিক সময়মত তিনি আত্মপ্রকাশ করবেন |
গুরু বসন্ত সিং
আর.টি.ও. ( অবসরপ্রাপ্ত)
" রামভবন " সিভিল লাইন্স, ফৈজাবাদ.

নেতাজী কোথায় আছে, কিভাবে আছে, কি করছে, শুধু ভারত সরকার নয়, পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্র জানে, কিন্তু কারও কিছু করার ক্ষমতা নেই, সে আজ শক্তি সাধনায় সিদ্ধিলাভ করেছে | ....তার প্রতি কি বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং আজও করা হচ্ছে, দেশবাসী যেদিন জানবে, তাদের মাথায় খুন চাপবে, আর যাদের ফটো দেওয়ালে দেওয়ালে টাঙ্গিয়ে শ্রদ্ধার সঙ্গে ফুল মালা ধূপ ধূনো চড়াচ্ছে, সেই সব ফটো দেওয়াল থেকে নামাবে, থুথু দেবে, ডাস্টবিনে ফেলব. আরও জেনে রেখো, সে যেদিন ঢুকবে, মেকি মাতব্বর দেশপ্রেমিকের দল শিয়াল - কুকুরের মত পালিয়ে পথ পাবে না |
তাইহোকুতে তথাকথিত বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়নি | পরবর্তীতে রাশিয়ার সাইবেরিয়ার জেলে তাঁকে বন্দী অবস্থায় দেখা গেছে | এখানে উল্লেখযোগ্য, তদানিন্তন রাশিয়াস্থ ভারতীয় রাষ্ট্রদূত বিজয় লক্ষী পন্ডিত. ( তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ভগিনী ) এ বিষয়ে জানতেন এবং নেতাজি চাক্ষুষও করেছিলেন | একথা আরও প্রমাণিত হয়....এই বিজয়লক্ষী পন্ডিত রাশিয়া থেকে ফিরে বিমান বন্দরে অবতরণ কালে সমবেত সাংবাদিক ও জনগণকে উদ্দেশ্য করে বলেছিলেন -- " আমি তামাম ভারতবাসীর জন্য এমন এক সন্দেহ বহন করে এনেছি, যা ভারতের স্বাধীনতা লাভের থেকেও রোমাঞ্চকর ও আনন্দদায়ক | কিন্তু অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, অদৃশ্য প্রভাব বিস্তার করে তাঁর মুখ সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়. | ফলে জনগণ বা দেশবাসী জানতে পারল না সেই রোমাঞ্চকর কাহানি |
ঘটনাচক্রে একান্ত অপ্রত্যাশিতভাবে
সরকারের দীর্ঘ দিন ব্যাপী সযত্ন রক্ষিত নেতাজী সংক্রান্ত প্রায় 150 টি গোপন ফাইলের মধ্যে দুটি ফাইল প্রকাশ্যে আসায় গোপন তথ্যের কিছুটা ফাঁস হয়ে গেছে | 1948 সাল থেকে 1968 সাল পর্যন্ত দীর্ঘ 20 বছর নেহেরুর নির্দেশে ভারত সরকারের গোয়েন্দা শাখা গুলি নেতাজির অত্যন্ত ঘনিষ্ঠ ভাইপো অমিয় বসু ও শিশির বসুর দেশের বাইরে ও ভিতরে গতিবিধির ওপর লাগাতার নজরদারি চালাত. এই নথি দুটি থেকে তা জানা যায় | দেখা গেছে, স্বাধীনতার সময় থেকে আজ পর্যন্ত কংগ্রেস সরকার দুটি বিষয় সিদ্ধ করতে চেয়েছে : এক, 1945 সালের 18 ই আগষ্ট বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গেছে দুই, জাপানের রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম নেতাজীরই | এছাড়া অন্য যারাই সরকারে এসেছে, দেশব্যাপী গণদাবী ওঠা সত্ত্বেও সবারই একই বক্তব্য : ' নেতাজী ও আই.এন.এ. সংক্রান্ত গোপণ ফাইলগুলি প্রকাশ করা যাবে না, কারণ তাতে নাকি কয়েকটি বিদেশী রাষ্ট্রের সাথে ভারতের বৈদেশিক সম্পর্ক ক্ষুন্ন হবে | একমাত্র ভারত ছাড়া পৃথিবীর এমন কোনও গনতান্ত্রিক দেশ নেই যেখানে গোপনীয়তার দোহাই দিয়ে কোন স্পর্শকাতর নথিকে দীর্ঘ বছর ধরে আটকে রাখা যায়

3 comments:

  1. মহোত্তম দেশপ্রেমিক নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২২ তম জন্মদিনে এই সত্য টা কী এবার প্রকাশিত হবে ! ..নাকি প্রতিবারের ন্যায় একটি মিথ্যের আশ্রয় নিয়ে কবির সুরে বলতে হবে- " তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ করো! "
    সত্য এটাই ..যারাই তোমার আসন মুখে মুখে এতকাল ধরে সাজিয়ে এসেছে তারা কেহই তোমার যোগ্য আসন প্রস্তুত করতে পারেনি । তারা কেহই জানে না যে তুমি তাদের কাছে অপ্রত্যাশিত একজন বিদেশী অর্থাৎ তুমি তাদের কাছে Alien !
    হে ! নেতাজী তোমাকে যারা ডাকছে তারা আজও তোমার চিরশত্রুদের মিত্রতা পরিত্যাগ করতে অসমর্থ রয়েছে ...এবং তোমার শত্রুদের কাছে নিজেকে বিদেশী(Alien ) বলতে পারেনি । এমনকী ভয় মুক্ত হয়ে তাদের কাছে alien বলতে পারছে না..... এবং কমনওয়েথ পরিত্যাগ করতে ভূমিকা গ্রহন করতে চাইছে না .. এরাই আবার তোমাকে কবির সুরে ছন্দ মিলিয়ে ডাকছে - এসো নেতাজী কমনওয়েলথ নেশনের common staus এর আসন পূর্ণ করো !
    ভগবান যীসু বলেছিলেনঃ প্রভু ওদের ক্ষমা করো ..ওরা জানছে না ওরা কী করছে"। খন্ডিত ভারতের বুকে যারাই তোমার আসন প্রস্তুত করতে কবির সুরে সুর মিলিয়েছে তাদের জন্য বলবো - হে নেতাজী ওদের ক্ষমা করো ওরা জানেনা ওরা কাকে ডাকছে!
    ..... ওদের অজ্ঞানতা দূর করো ! ক্ষমা করো ওদের! ওরা জানেনা ওরা একজন বিদেশী কে আসন দিতে চাইছে যিনি তাদের জন্য Alien ! ...ওদের দেশে বহুকাল ধরে uncompromising leader এর বড়ো- ই অভাব চলছে । তাই তারা তোমার আসন প্রস্তুত করতে চাইছে .....একথা নিশ্চয়ই জানি তুমি কমনওয়েলথ সিটিজেন নও 👉ওদেরমত যারা জানেই না কমনওয়েলথ এর অর্থ কী । হে ভারতবাসী কে কার আসন প্রস্তুত করতে চাইছে ?
    চলুন এবার নেতাজীর আসন প্রস্তুত করতে তাঁর অন্তরাষ্ট্রীয় পদবী সমন্ধে অবগত হই। আসন প্রস্তুত না করেই জন্মদিন পালন করার সার্থকতা কোথায়? ...জয় হিন্দ্ ।

    ReplyDelete
  2. নেতাজীকে খোঁজ করতে কত গবেষক লেখক কমিটি, কমিশন তবু কিছুই হল না সব অশ্বডিম্ব; কারন যাকে খোঁজ করা হচ্ছে তাঁর পক্ষ হয়ে আমরা কখনোই নিজেদের এই প্রশ্ন করার যোগ্যতা অর্জন করিনি ।
    প্রশ্নঃ-
    [আমার whereabouts না খোঁজ করে তোমরা ভারতবাসী তোমাদের অবস্থান ও পজিশন টার খোঁজ করো । তবেই আমার পজিশন ও অবস্থান জানতে পারবে অন্যথায় নয়]

    ReplyDelete
  3. বইটি কিভাবে পাওয়া যেতে পারে? 9474793404

    ReplyDelete