বাদকুল্লা ইউনাইটেড একাডেমী ঃ ---
নদীয়া জেলার প্রথমসারির বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম বাদকুল্লা ইউনাইটেড একাডেমী । বাদকুল্লার সবথেকে পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান এটি । বাদকুল্লা ইউনাইটেড একাডেমীর প্রতিষ্ঠায় প্রধান উদ্যোগ নিয়েছিলেন শ্রদ্ধেয় ফণীভূষণ মন্ডল । ১৯৩৬ খ্রিঃ ফণীবাবু বাদকুল্লায় এসেছিলেন । তিনি বাদকুল্লার অধিবাসী ছিলেন না । চাকদহ রামলাল একাডেমী থেকে তিনি মেট্রিক পাশ করেন ।কলকাতায় দাদার বাড়ি থেকে পড়াশোনা করতে চেয়েছিলেন তিনি । কিন্তু ফণীবাবুর দাদা পড়াশোনা না করে গ্রামের চাষাবাদ দেখা শোনার জন্য তাঁকে নির্দেশ দেন । পড়াশোনায় ফণীবাবুর আগ্রহ ছিল প্রচন্ড । তাই তিনি গোপনে পড়াশোনা চালিয়ে যান এবং এইভাবে আই.এ. , বি.এ. পাশ করেন । যাইহোক জানা যায় , বাদকুল্লায় আসার পূর্বে ফণীভূষণ মন্ডল প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন । কোনো একদিন একটি ছাত্র তাঁর সামনে সিগারেট খাওয়ায় তিনি অপমানিত বোধ করেন এবং কলেজের চাকুরী ছেড়ে দিয়ে বাদকুল্লায় চলে আসেন ।
১৯৩৬ খ্রিঃ বাদকুল্লায় এসে ফণীবাবু শিক্ষা বিস্তারে উদ্যোগী হন । এই সময় তিনি কিছু শিক্ষা অনুরাগী ব্যক্তির সহায়তায় ষষ্ঠ শ্রেণী পযন্ত একটি মাইনর বিদ্যালয় স্থাপন করেন । এখন যেটি বাদকুল্লা ইউনাইটেড ক্লাব সেটিই আগে এই মাইনর স্কুলের ভবন ছিল । এই মহৎ কাজে তার সহযোগী ছিলেন ননিগোপাল মুখার্জী , কালীকিংকর চক্রবর্তী , ঝড়ুলাল বিশ্বাস , সঞ্জীত কুমার মুখার্জী , জনাব মহিউদ্দীন প্রমুখ । ১৯৪৭ সালের ৫ ই মার্চ এই বিদ্যালয়ের দার উৎঘাটন করতে এসেছিলেন তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সুরাবর্দী ।
ফণীবাবু এবং তাঁর অন্যান্য সহযোগীরা মাইনর স্কুল চালানোর পাশাপাশি স্কুলের নিজস্ব মাঠ সংগ্রহ এবং ভবন তৈরি করার জন্য জমি খোঁজা শুরু করেন । এই সময় জমি দিতে এগিয়ে আসেন বেঙ্গল ফার্ম অ্যান্ড ইড্রাস্টিজের কর্ণধার ভবদেব ভট্টাচার্য এবং বাদকুল্লার পটল কুমার বিশ্বাস ।
নানা গুণী ব্যক্তির সহায়তায় এবং অর্থ সাহায্যের ফলে ১৯৫৪ সালের ১৭ই জুন নদীয়ার তৎকালীন জেলাশাসক মি.এন. নাসিরুদ্দিন বর্তমান বিদ্যালয় ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।
বাদকুল্লা ইউনাইটেড একাডেমীর বর্তমান ভবনটি তৈরি করতে তৎকালীন অনেকেই আর্থিক সাহায্য দান করেছিলেন । তাদের মধ্যে তৎকালীন রানাঘাটের মহাকুমা শাসক শ্রদ্ধেয় এয়াকুব আলি খাঁ , বিধায়ক জনাব নোয়াজেস আমেদ , জনাব মধু মণ্ডল , বেঙ্গল ফার্ম অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজে র পরিচালক বৃন্দ , পাঁচু গোপাল ঘোষ , নারায়ণ চন্দ্র ভট্টাচার্য প্রমুখ ছাড়াও আরও অনেকে রয়েছেন ।
১৯৪৭ সালের ১লা জানুয়ারি বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায় । এই বিদ্যালয় থেকে প্রথম মাধ্যমিক উত্তীর্ণ হন শ্রী নীরেন রায় ।
THE UNITED ACADEMY - র পরিবর্তে BADKULLA UNITED ACADEMY :---- ১৯৪৭ খ্রি ঃ থেকে ১৯৫৭ খ্রি পযন্ত দশ বছর বিদ্যালয়ের নাম ছিল " THE UNITED ACADEMY " . ইংরেজী অক্ষর " T " দিয়ে নামটি শুরু হওয়ায় সরকারি সুযোগ সুবিধা পেতে দেরি হত । তাই ১৯৫৭ খ্রিঃ " THE UNITED ACADEMY " নামটি পরিবর্তন করে নতুন নামকরণ করা হয় "BADKULLA UNITED ACADEMY " .
এখনও বিদ্যালয়টি তার অতীত গৌরব বজায় রেখে চলেছে এবং ভবিষৎ ও রাখবে বলে আশা করা যায় ।
বিদ্যালয়ের নিয়মাবলী ঃ- বিদ্যালয়ের তরফ থেকে ছাত্রদের কতকগুলি নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে --
১) প্রত্যেক ছাত্রকে বিদ্যালয়ের পোশাক পরিধান করে সকাল ১০.৪৫ মিনিটের পূর্বে বিদ্যালয়ে আস্তে হবে ।
২) টিফিন ছাড়া বিদ্যালয়ের বারান্দায় কিংবা বিদ্যালয় প্রাঙ্গণে ঘোরাঘুরি করা চলবে না ।
৩)কোনো কারনে বিদ্যালয়ে আসিতে না পারলে অভিভাবকের স্বাক্ষরসহ তা নির্দেশিকা বইতে লিখে আনতে হবে ।
ছাত্রদের করণীয় বিষয়সমূহ ঃ-
১) বিদ্যালয়ের প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থাকা ।
২)বিদ্যালয়ের সুন্দর পরিবেশ বজায় রাখা ।
৩) শ্রেণীকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ।
পোশাক ঃ- বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে নীতিবোধ জাগ্রত করার জন্য পোশাক নির্দিষ্ট করা হয়েছে নেভি ব্লু প্যান্ট , সাদা হাওয়াই শার্ট ও বিদ্যালয়ের ব্যাজ পরা বাধ্যতামূলক করা হয়েছে ।
পালনীয় দিন এবং উৎসব ঃ -
বাদকুল্লা ইউনাইটেড একাডেমীতে বর্তমানে রবীন্দ্র জয়ন্তী , ২৩ শে জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম দিন , ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস , ১৫ই আগষ্ট স্বাধীনতা দিবস পালন করা হয় । এছাড়া প্রতি বছর নাটক , অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান , বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয় । ১৭ ই জুন বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস , ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস ও পালন করা হয় । তাছাড়া বিদ্যালয় থেকে বার্ষিক পত্রিকা ' অগ্রগতি ' প্রকাশ করা হয় ।
বিদ্যালয়ের বর্তমান পরিচালন সমিতি ঃ –
বাদকুল্লা ইউনাইটেড একাডেমী পরিচালনার জন্য বর্তমানে একটি পরিচালন সমিতি আছে । বর্তমানে এই পরিচালন সমিতির সভাপতি শ্রী প ংকজ বিশ্বাস , সম্পাদক শ্রী জয়দেব ঘোষ ( ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ) , সরকারী প্রতিনিধি S.I. OF SCHOOL HANSKHALI BLOCK , শিক্ষানুরাগী শ্রী দেবেন্দ্রনাথ ঘোষ , শ্রী মানস বসু , অভিভাবক প্রতিনিধি শ্রী গোবিন্দ কুন্ডু , শ্রী অমর দাস , শিক্ষক প্রতিনিধি শ্রী দেবাশীষ মুখার্জী ও শ্রী কুমার সরকার ।
নদীয়া জেলার প্রথমসারির বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম বাদকুল্লা ইউনাইটেড একাডেমী । বাদকুল্লার সবথেকে পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান এটি । বাদকুল্লা ইউনাইটেড একাডেমীর প্রতিষ্ঠায় প্রধান উদ্যোগ নিয়েছিলেন শ্রদ্ধেয় ফণীভূষণ মন্ডল । ১৯৩৬ খ্রিঃ ফণীবাবু বাদকুল্লায় এসেছিলেন । তিনি বাদকুল্লার অধিবাসী ছিলেন না । চাকদহ রামলাল একাডেমী থেকে তিনি মেট্রিক পাশ করেন ।কলকাতায় দাদার বাড়ি থেকে পড়াশোনা করতে চেয়েছিলেন তিনি । কিন্তু ফণীবাবুর দাদা পড়াশোনা না করে গ্রামের চাষাবাদ দেখা শোনার জন্য তাঁকে নির্দেশ দেন । পড়াশোনায় ফণীবাবুর আগ্রহ ছিল প্রচন্ড । তাই তিনি গোপনে পড়াশোনা চালিয়ে যান এবং এইভাবে আই.এ. , বি.এ. পাশ করেন । যাইহোক জানা যায় , বাদকুল্লায় আসার পূর্বে ফণীভূষণ মন্ডল প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন । কোনো একদিন একটি ছাত্র তাঁর সামনে সিগারেট খাওয়ায় তিনি অপমানিত বোধ করেন এবং কলেজের চাকুরী ছেড়ে দিয়ে বাদকুল্লায় চলে আসেন ।
১৯৩৬ খ্রিঃ বাদকুল্লায় এসে ফণীবাবু শিক্ষা বিস্তারে উদ্যোগী হন । এই সময় তিনি কিছু শিক্ষা অনুরাগী ব্যক্তির সহায়তায় ষষ্ঠ শ্রেণী পযন্ত একটি মাইনর বিদ্যালয় স্থাপন করেন । এখন যেটি বাদকুল্লা ইউনাইটেড ক্লাব সেটিই আগে এই মাইনর স্কুলের ভবন ছিল । এই মহৎ কাজে তার সহযোগী ছিলেন ননিগোপাল মুখার্জী , কালীকিংকর চক্রবর্তী , ঝড়ুলাল বিশ্বাস , সঞ্জীত কুমার মুখার্জী , জনাব মহিউদ্দীন প্রমুখ । ১৯৪৭ সালের ৫ ই মার্চ এই বিদ্যালয়ের দার উৎঘাটন করতে এসেছিলেন তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সুরাবর্দী ।
ফণীবাবু এবং তাঁর অন্যান্য সহযোগীরা মাইনর স্কুল চালানোর পাশাপাশি স্কুলের নিজস্ব মাঠ সংগ্রহ এবং ভবন তৈরি করার জন্য জমি খোঁজা শুরু করেন । এই সময় জমি দিতে এগিয়ে আসেন বেঙ্গল ফার্ম অ্যান্ড ইড্রাস্টিজের কর্ণধার ভবদেব ভট্টাচার্য এবং বাদকুল্লার পটল কুমার বিশ্বাস ।
নানা গুণী ব্যক্তির সহায়তায় এবং অর্থ সাহায্যের ফলে ১৯৫৪ সালের ১৭ই জুন নদীয়ার তৎকালীন জেলাশাসক মি.এন. নাসিরুদ্দিন বর্তমান বিদ্যালয় ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।
বাদকুল্লা ইউনাইটেড একাডেমীর বর্তমান ভবনটি তৈরি করতে তৎকালীন অনেকেই আর্থিক সাহায্য দান করেছিলেন । তাদের মধ্যে তৎকালীন রানাঘাটের মহাকুমা শাসক শ্রদ্ধেয় এয়াকুব আলি খাঁ , বিধায়ক জনাব নোয়াজেস আমেদ , জনাব মধু মণ্ডল , বেঙ্গল ফার্ম অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজে
১৯৪৭ সালের ১লা জানুয়ারি বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয়ের
THE UNITED ACADEMY - র পরিবর্তে BADKULLA UNITED ACADEMY :---- ১৯৪৭ খ্রি ঃ থেকে ১৯৫৭ খ্রি পযন্ত দশ বছর বিদ্যালয়ের নাম ছিল " THE UNITED ACADEMY " . ইংরেজী অক্ষর " T " দিয়ে নামটি শুরু হওয়ায় সরকারি সুযোগ সুবিধা পেতে দেরি হত । তাই ১৯৫৭ খ্রিঃ " THE UNITED ACADEMY " নামটি পরিবর্তন করে নতুন নামকরণ করা হয় "BADKULLA UNITED ACADEMY " .
এখনও বিদ্যালয়টি তার অতীত গৌরব বজায় রেখে চলেছে এবং ভবিষৎ ও রাখবে বলে আশা করা যায় ।
বিদ্যালয়ের নিয়মাবলী ঃ- বিদ্যালয়ের তরফ থেকে ছাত্রদের কতকগুলি নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে --
১) প্রত্যেক ছাত্রকে বিদ্যালয়ের পোশাক পরিধান করে সকাল ১০.৪৫ মিনিটের পূর্বে বিদ্যালয়ে আস্তে হবে ।
২) টিফিন ছাড়া বিদ্যালয়ের বারান্দায় কিংবা বিদ্যালয় প্রাঙ্গণে ঘোরাঘুরি করা চলবে না ।
৩)কোনো কারনে বিদ্যালয়ে আসিতে না পারলে অভিভাবকের স্বাক্ষরসহ তা নির্দেশিকা বইতে লিখে আনতে হবে ।
ছাত্রদের করণীয় বিষয়সমূহ ঃ-
১) বিদ্যালয়ের প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থাকা ।
২)বিদ্যালয়ের সুন্দর পরিবেশ বজায় রাখা ।
৩) শ্রেণীকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ।
পোশাক ঃ- বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে নীতিবোধ জাগ্রত করার জন্য পোশাক নির্দিষ্ট করা হয়েছে নেভি ব্লু প্যান্ট , সাদা হাওয়াই শার্ট ও বিদ্যালয়ের ব্যাজ পরা বাধ্যতামূলক করা হয়েছে ।
পালনীয় দিন এবং উৎসব ঃ -
বাদকুল্লা ইউনাইটেড একাডেমীতে বর্তমানে রবীন্দ্র জয়ন্তী , ২৩ শে জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম দিন , ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস , ১৫ই আগষ্ট স্বাধীনতা দিবস পালন করা হয় । এছাড়া প্রতি বছর নাটক , অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান , বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয় । ১৭ ই জুন বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস , ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস ও পালন করা হয় । তাছাড়া বিদ্যালয় থেকে বার্ষিক পত্রিকা ' অগ্রগতি ' প্রকাশ করা হয় ।
বিদ্যালয়ের বর্তমান পরিচালন সমিতি ঃ –
বাদকুল্লা ইউনাইটেড একাডেমী পরিচালনার জন্য বর্তমানে একটি পরিচালন সমিতি আছে । বর্তমানে এই পরিচালন সমিতির সভাপতি শ্রী প ংকজ বিশ্বাস , সম্পাদক শ্রী জয়দেব ঘোষ ( ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ) , সরকারী প্রতিনিধি S.I. OF SCHOOL HANSKHALI BLOCK , শিক্ষানুরাগী শ্রী দেবেন্দ্রনাথ ঘোষ , শ্রী মানস বসু , অভিভাবক প্রতিনিধি শ্রী গোবিন্দ কুন্ডু , শ্রী অমর দাস , শিক্ষক প্রতিনিধি শ্রী দেবাশীষ মুখার্জী ও শ্রী কুমার সরকার ।