আজ শ্রীমতী অ্যানি ব্যাসান্ত এর জন্মদিন । আমরা নিশ্চয়ই ইতিহাস বইতে হোমরুল আন্দোলনের কথা শুনেছি । ভারতবর্ষে সেই হোমরুল আন্দোলনের পুরোধা ছিলেন অ্যানি ব্যাসান্ত । ১৮৪৭ সালের ১ লা অক্টোবর অ্যানি ব্যাসান্ত জন্মগ্রহণ করেন । তিনি আয়ারল্যান্ডের নাগরিক ছিলেন । আয়ারল্যান্ডের HOME RULE আন্দোলনের দারা প্রভাবিত হয়ে অ্যানি ব্যাসান্ত ভারতে home rule আন্দোলন শুরু করেন । ১৯১৬ সালের এপ্রিল মাসে বালগঙ্গ াধর তিলক হোমরুল আন্দোলনের সূচনা করেন । ঐ বছর সেপ্টেম্বর মাসে অ্যানি ব্যাসান্তে পৃথকভাবে হোম রুল লীগ গঠন করেন । দুটি লীগেরই উদ্দেশ্য ছিল শান্তিপূ র্ণ উপায়ে সায়েত্তশাসন অর্জন করা । হোম রুল আন্দোলনের মধ্য দিয়ে অ্যানি ব্যাসান্তে ব্যাপক জনপ্রিয়তা অ র্জন করেন । ১৯১৭ সালে কল কাতা কংগ্রেসের তিনি প্রেসিডেন্ট নি র্বাচিত হন । ১৯১৮ সালে অ্যানি ব্যাসান্তের মধ্যে দিধাগ্রস্থতা দেখা দেয় । ১৯১৮ সালে মন্টেগু চেমসফোর্ড স ংস্কার প্রকাশিত হলে অ্যানি ব্যাসান্ত তাঁর নিন্দা করেন , পরে মত পালটে একে সম র্থন করেন । ১৯৩৩ সালের ২০ শে সেপ্টেম্বর ৮৫ বছর বয়সে ব্রিটিশ ইন্ডিয়ার মাদ্রাস প্রেসিডেন্টির আডিয়ায় তিনি মারা যান ।
No comments:
Post a Comment