Wednesday, 30 September 2015

নাসিরুদ্দিন মহম্মদ হুমায়ুন

১৫৩০ সালের ২৬ শে ডিসেম্বর মাত্র ৪৮ বছর বয়সে বাবর মারা যান । মৃত্যু শয্যায় শুয়ে বাবর তাঁর পুত্র নাসিরুদ্দিন মহম্মদ হুমায়ুন কে উত্তরাধীকারী মনোণীত করেন ।  ১৫০৮ সালের মার্চ মাসে কাবুলে হুমায়ুন জন্মগ্রহণ করেন । ১৫০৬ সালে হুমায়ুনের মাতা মহিম বেগমের সাথে  বাবরের বিবাহ হয়েছিল । সম্ভবত ১৫৩০ সালের ২৬ শে ডিসেম্বর বাবর মারা যান এবং তাঁর মৃত্যুর ৪ দিন পর ২৩ বছর বয়সে হুমায়ুন সিংহাসন আরহণ করেন । হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান । হুমায়ুন দুটি পর্যায়ে তাঁর শাসনকার্য চালিয়েছিলেন । প্রথম পর্যায় ১৫৩০-১৫৪০ আর দিতীয় পর্যায় হল ১৫৪৫-১৫৫৬ সাল পর্যন্ত । মাঝে ১৫৪০-১৫৪৫ পর্যন্ত শাসন করেছিল শের খা । মূলত শের খা র কাছে বিল্বগ্রামের যুদ্ধে পরাজিত হওয়ায় ফলে ১৫৪০-১৫৪৫ পর্যন্ত শাসন কার্য তাঁর হাতের বাইরে ছিল । ১৫৪০-১৫৪৫ এই পাঁচ বছর হুমায়ুন নানা জায়গায় ঘুরে বেড়ান সামান্য আশ্রয় পাওয়ায় আশায় । তারপর অমরকোটার রানার আশ্রয়ে কিছুদিন কাটান । অবশেষে চলে যান পারস্যের শাহ তহমাস্পের দরবারে । এক চুক্তি করে মাধ্যমে হুমায়ুন তাঁর সাহায্যে কাবুল ও কান্দাহার দখল করেন । এরপর একে একে দখল করেন লাহোর , আগ্রা ও দিল্লী পুনঃপ্রতিষ্টিত হয় মুঘল সাম্রাজ্য । সদ্য প্রতিষ্টিত মুঘল সাম্রাজ্যের সূচনাকালে অর্থাৎ ১৫৫৬ সালের ২৪ শে জানুয়ারি( তারিখ নিয়ে বিতর্ক আছে ) সন্ধ্যায় হুমায়ুন পাঠাগারে বসে বই পড়ছিলেন । হঠাৎ নিকটবর্তী মসজিদ হতে স ন্ধ্যাকালীন প্রার্থনার জন্য মুয়াজ্জিম এর আজানের ডাক শুনে তাড়াতাড়ি সিঁড়ী দিয়ে নামতে গিয়ে পদ স্খলনের ফলে তিনি পড়ে যান এবং মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঞ্জান হারান । অতপর ১৫৫৬ সালের জানুয়ারি মাসে হুমায়ুন মারা যান ।

No comments:

Post a Comment