Wednesday 30 September 2015

বাবর

ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জাহিরউদ্দিন মহম্মদ জালালউদ্দিন বাবর । বাবরের বয়স  যখন মাত্র ১১ বছর সেই সময় বাবরের পিতা মারা যান । পিতৃহারা হওয়ার পর বাবর পিতৃরাজ্য ফারগানার দায়িত্বভার গ্রহণ করেন । কিন্তু পরবর্তীতে ফারগানা তাঁর হস্তচ্যুত হয় । একাধিক বার অভিযান চালিয়েও তিনি পিতৃরাজ্য অধিকার করতে ব্যর্থ হন । এরপর বাবর কিছুদিন নানান জায়গায় ঘুরে দিন কাটান । অবশেষে বাবর কাবুল এ উজবেগদের আভ্যন্তরিন বিবাদকে কাজে লাগিয়ে কাবুল দখল করে নেন । মূলত কাবুল দখল করার পরই বাবর ভারত আক্রমণ করার কথা চিন্তা করেন এবং ভারত আক্রমণ করেন । এ পর্বে তিনি ভারত আক্রমণ করলে কান্দাহার কতৃক কাবুল আক্রান্ত হয় । ফলে বাবর ভারত ত্যাগ করে কাবুলে ফিরে যান এবং কান্দাহার দখল করে নিয়ে পুনরায় ভারত আক্রমণ করেন । বাবরের প্রথম ভারত আক্রমণের তারিখ নিয়ে বিতর্ক  আছে । বাবরের আত্মজীবনিতে বলা হয়েছে বাবর প্রথম ভারত আক্রমণ করেন ১৫১৯ সালে কিন্তু আবুল ফজল বলেছেন বাবর প্রথম ভারত আক্রমণ করেন ১৫০৫ সালে । তবে    যাই হোক ১৫২৬ এর আগে বাবর পুরোপুরি ভাবে ভারত দখল একটা পরিকল্পনা নিয়ে ছিলেন , কিন্তু দৌলত খা লোদী এবং আলম খা র  বিশ্বাসঘাতকতার তাঁর সেই বারের পরিকল্পনা ব্যর্থ হয় । এরপরে ১৫২৬ খি; পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদীকে পরাজিত করে মুঘল সান্রাজ্য প্রতিষ্টা করেন ।

No comments:

Post a Comment