Thursday 1 October 2015

পরিবর্তন চাই

দেশ সাধীন হওয়ার পরবর্তী সময়ে শিক্ষার দিক থেকে অনগ্রসর এবং অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া তপশিলী জাতি,উপজাতি এবং পরবর্তী সময়ে নয় এর দশকে মন্ডল. কমিশনের রিপোর্টের ভিত্তিতে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের জন্যও ভারত সরকার কিছু সুযোগ সুবিধা প্রদান করে | সেই সময়কার সামাজিক অবস্থা বিচার করে দেখলে তাদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন ছিল | কিন্তু এখন অথাৎ বর্তমানে সমাজ অনেকটাই পরিবর্তিত হয়েছে | এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ এখন প্রসাশনের বিভিন্ন উচ্চপদ থেকে শুরু করে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে সন্মানের সঙ্গে কাজ করে চলেছে |

বর্তমানে দেশের 30 % মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে | এবং এই 30% মানুষের মধ্যে সকল সম্প্রদায়ের লোক রয়েছে | এই অবস্থায় শুধুমাত্র সংখ্যালঘু মানুষ দের বিশেষ সুযোগ সুবিধা দিয়ে বাকি দের অবহেলা করা সরকারের দিচারিতা নয় কী???......কারণ
বর্তমানে শুধুমাত্র যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাই দারিদ্র্য এটা নয় অনেক সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায়ের মানুষরাও দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে | এরুপ অবস্থায় তাহলে কিসের ভিত্তিতে শুরু মাত্র সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষরাই বিশেষ সুযোগ সুবিধা ভোগ করবে? সমাজ এখন বদলেছে এখন যে শ্রেণীর মানুষ জনের কাছে অর্থ আছে তারাই জনসমাজে সন্মান পায় | তাই অর্থনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে সরকারের উচিত বিশেষ সুযোগ সুবিধা প্রদানের , জাতি বা সম্প্রদায়গত ভাবে নয়
আর এটাও দেখা উচিত যাতে এই সুযোগ সুবিধা বংশপরম্পরায় চলতে না থাকে | কারণ তাহলে নিন্মশ্রেণীর মানুষ হয়েও একশ্রেণীর মানুষ ধনবান হতে থাকবে আর আরেক শ্রেণীর মানুষ উচ্চ বংশে জন্ম গ্রহণ করার জন্য দারিদ্র্য সীমার নিচে পতিত হবে | তাই সংখ্যা লঘু ভোট ব্যাংকের দিকে না তাকিয়ে সরকারের উচিত এই ব্যবস্থার পরিবর্তন করা | কারন তা নাহলে এর ফলে মানুষে মানুষে ধীরে ধীরে হিংসা বিদ্বেষ বাড়বে .....

এখানে আমি সংখ্যা লঘু সম্প্রদায়ের বিশেষ সুযোগ সুবিধা বলতে কেন্দ্রীয়. এবং রাজ্যে সরকারি চাকুরীতে তাদের বিশেষ সুযোগ সুবিধা এবং অন্যা ন্য বহু ক্ষে ত্রে সুবিধা দানের কথা বলতে চেয়েছি

No comments:

Post a Comment