Thursday 1 October 2015

একবার বিদায় দে মা ঘুরে আসি

"একবার বিদায় দে মা ঘুরে আসি " এটি একটি বাংলা দেশাত্মবোধক গান |গানটির রচনা এবং সুর করেন পিতাম্বর দাস মতান্তরে মুকুন্দ দাস |গানটি বাংলার সর্বকনিষ্ঠ বিপ্লবী ক্ষুদিরাম বসু সন্মানে রচিত হয়েছিল | ক্ষুদিরাম ভারত থেকে
ব্রিটিশ শাসন উৎখাত করার জন্য
সশস্ত্র বিপ্লবে অংশ নিয়ে তিন ব্রিটিশ কে হত্যা করেছিলেন আর সে জন্য 1908 সালের 11ই আগষ্ট ব্রিটিশ সরকার তাঁর ফাঁসি দেয় ...1966 সালে মুক্তি পাওয়া সুভাষচন্দ্র ছবিতে এই গানটি ব্যবহার করা হয়েছিল ...তখন এই গানটি গেয়েছিলেন লতা মাঙ্গেশকর|.....

সম্পূর্ণ. গানটি হল ---

একবার বিদায় দে মা ঘুরে আসি।
হাসি হাসি পরব ফাঁসি দেখবে
ভারতবাসী।
কলের বোমা তৈরি করে
দাঁড়িয়ে ছিলেম রাস্তার ধারে
মাগো,
বড়লাটকে মারতে গিয়ে
মারলাম আরেক ইংলন্ডবাসী।
হাতে যদি থাকতো ছোরা
তোর ক্ষুদি কি পড়তো ধরা মাগো
রক্ত-মাংসে এক করিতাম
দেখতো জগতবাসী
শনিবার বেলা দশটার পরে
জজকোর্টেতে লোক না ধরে মাগো
হল অভিরামের দ্বীপ চালান মা
ক্ষুদিরামের ফাঁসি
বারো লক্ষ তেত্রিশ কোটি
রইলো মা তোর বেটা বেটি মাগো
তাদের নিয়ে ঘর করিস মা
ওদের করিস দাসী
দশ মাস দশদিন পরে
জন্ম নেব মাসির ঘরে মাগো
তখন যদি না চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি।

No comments:

Post a Comment