Thursday, 1 October 2015

অ্যাডলফ হিটলার

বিশ্ব ইতিহাসের অন্যতম প্রধান বিতর্কিত এবং একই সঙ্গে চর্চিত চরিত্র হলেন অ্যাডলফ হিটলার | হিটলারকে নিয়ে প্রায় প্রত্যেক মানুষের মধ্যেই কমবেশি কৌতুহল লক্ষ্যকরা যায় | তবে আজ আমি হিটলারের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করব না | কীভাবে হিটলারের জন্ম হল তা নিয়েই আলোচনা করব অথাৎ হিটলারের পিতার বিবাহের ঘটনাক্রম সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব |
হিটলারের মূল নাম হল অ্যাডলফ | পিতা এলোইস হিটলারের নামানুসারে তাঁর নাম হয়েছে অ্যাডলফ হিটলার | হিটলারের পিতা এলোইস হিটলারের ( হিটলারের পিতার নাম এলোইস হিটলার) প্রথম স্ত্রীর নাম ছিল আন্না গ্লাস্ল হোরের | এই স্ত্রী অসুস্থ হয়ে পড়লে 19 বছর বয়সী ফ্রান্সিস্ক মাৎজেল্সবার্গার
নামক চাকুরানির সাথে হিটলারের পিতার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে |কিন্তু রোমান ক্যাথলিক মতে তিনি মাৎজেল্সবার্গার কে বিবাহ করতে ব্যর্থ হন
| কিন্তু মাৎজেল্সবার্গারের সাথে হিটলারের পিতা এলোইস হিটলারের সম্পর্ক অটুট থাকে |1876 সালে ক্লারা পোলজল এই পরিবারে পরিচারিকা হিসাবে যোগদান করেন| মূলত ক্লারা ছিলেন এলোইসের দূর সম্পর্কের ভাতিজি | 1880 সালের 7নভেম্বর এলোইসের প্রথম স্ত্রী আন্না গ্লাল্স হোরের সাথে এলোইসের বিবাহ বিচ্ছেদ হয় | অবশ্য এই বিবাহ বিচ্ছেদে গির্জার অনুমোদন ছিল না | 1882 সালের 13ই জানুয়ারি এলোইস এবং তাঁর দ্বিতীয় স্ত্রী মাৎজেল্সবার্গারের প্রথম সন্তানের জন্ম হয় | এই সন্তানের নাম রাখা হয়েছিল এলোইস মাৎজেল্সবার্গার | 1883 সালের 6ই এপ্রিল রোগে আক্রান্ত হয়ে এলোইসের প্রথম স্ত্রী আন্না গ্লাল্স হোরের মৃত্যু হলে এলোইস এবং মাৎজেল্সবার্গারের বিবাহে আর কোনো আইনি বাধা থাকে না এবং ওই বছরের 22শে মে উভয়ের বিবাহ সম্পন্ন হয় | এরপর মাৎজেল্সবার্গার দ্বিতীয় সন্তান প্রসবের জন্য ভিয়েনা যান এবং সেখানে এ্যাঞ্জেলা হিটলারের জন্ম হয় | এই সময় মাৎজেল্সবার্গার ফুসফুসের দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন | তাঁকে র্যান্সহোফেন গ্রামে এনে রাখা হয় | এই সময় তাঁকে দেখা শোনার জন্য ক্লারা কে পুনরায় আনা হয় | 1884 সালের 10ই আগষ্ট মাৎজেন্সবার্গার মৃত্যুবরন করেন | এর কিছুদিন পর এলোইসের দ্বারা ক্লারা গর্ভবতী হন | এরপর তিনি ক্লারাকে বিবাহ করার উদ্যোগ নিলে দূর সম্পর্কীয় ভাতিজি বলে গির্জা বাধা দেয় | পরে 1885 সালে 7ই জানুয়ারি গির্জা এই বিবাহে সম্মতি দেয় | বিবাহের 5মাস পরে অথাৎ 1885
সালের 17ই মে তাঁর প্রথম পুত্র গুস্তাভের জন্ম হয় | 1886 সালের 25শে সেপ্টেম্বর জন্ম নেয় তাঁর দ্বিতীয় কন্যা আইডা | 1887 সালে তাঁর তৃতীয় সন্তান ওট্টো জন্মগ্রহনের পরপরই মারা যান | ডিফথেরিয়া রোগে ওট্টো মারা যায় | 1888 সালের. 2রা জানুয়ারি কন্যা আইডা মারা যায় | এরপর 1889. সালের 20 শে এপ্রিল জন্মগ্রহন করেন অ্যাডলফ হিটলার | হিটলার ছিলেন তাঁর পিতার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান | পরের আলোচনায় হিটলারের রাজনৈতিক জীবনকে তুলে ধরব | আজ এ পর্যন্তই থাক|


No comments:

Post a Comment