১৮৯৩ সালের আজকের দিনে ঢাকার কাছে শ্যাওড়াতলী গ্রামে জন্মগ্রহণ
করেন মেঘনাদ সাহা ।তাঁর পিতা জগন্নাথ সাহা ছিলেন একজন মুদি দোকানি । প্রচন্ড ঝড় বৃষ্টির দিনে জন্ম গ্রহণ করায় ঠাকুমা তাঁর নাম রেখেছিলেন মেঘনাথ । পরবর্তীতে স্কুলে যাবার পর তাঁর নাম হয় মেঘনাথ । মেঘনাদ ছিলেন আট ভাইবোনের মধ্যে পিতা মাতার পঞ্চম সন্তান ।১৯০৯ সালে সারা পূর্ববাংলায় প্রথম স্থান অধিকার করে মেঘনাদ সাহা এন্ট্রাস পাস করেন । ১৯১১ সালে পুর্ব বাংলায় প্রথম এবং কলকাতাসহ সমগ্র বাংলায় তৃতীয় স্থান নিয়ে মেঘনাদ সাহা উচ্চমাধ্যমিক পাশ করেন । এরপর বি এস সিতে ভর্তি হন কলকাতা প্রেসিডেন্টি কলেজে । এই সময় প্রেসিডেন্টি কলেজে পদার্থবিঞগান পড়াতেন স্যার জগদীশ চন্দ্র বসু । প্রেসিডেন্টি কলেজে তাঁর সহপাঠিদের মধ্যে ছিলেন সত্যেন্দ্রনাথ বসু , প্রশান্তচন্দ্র মহলানবীশ( এক বছরের সিনিয়র ) ।কলেজে পড়ার সময় মেঘনাদ কে প্রচন্ড ভাবে অপমানিত হতে হয়েছিল নিচু জাতির হওয়ার জন্য । এই জন্যই হোস্টেলে থাকা তাঁর পক্ষে দুর্বিসহ হয়ে ওঠে এবং তিনি হোস্টেল ত্যাগ করে মেসে থাকতে শুরু করেন । এই সময়ই গণিতে অনার্স সহ বি এ পাশ করেন মেঘনাদ সাহা ।এই পরীক্ষায় প্রথম হন সত্যেন্দ্রনাথ বসু আর দিতীয় হন মেঘনাদ । ১৯১৫ সালে এম এস সি পাশ করেন মেঘনাদ সাহা ।মেঘনাদ সাহা পরমাণু বিজ্ঞান, আয়ন মণ্ডল, পঞ্জিকা সংস্কার, বন্যা প্রতিরোধ ও নদী পরিকল্পনা বিষয়ে গবেষণা করেছিলেন । তাপীয় আয়নবাদ সংক্রান্ত তত্ত্ব উদ্ভাবন করে জ্যোতিপর্দার্থবিজ্ঞানে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন । ১৯৫৬ সালের ১৬ই ফেব্রুয়ারি দিল্লিতে প্ল্যানিং কমিটির অফিসে যাবার পথে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন মেঘনাদ সাহা।
No comments:
Post a Comment