Thursday, 1 October 2015

হিটলার

এযাবৎ অ্যাডলফ হিটলার সম্পর্কিত পোস্ট গুলিতে তাঁর নানা ধরনের কর্মকান্ড তুলে ধরেছি | কিন্তু আজ হিটলারের কুকর্ম গুলিকে দূরে রেখে ইভা ব্রাউনের সঙ্গে তাঁর সম্পর্ক কে তুলে ধরব | হিটলারের প্রেমিকা ছিলেন ইভা আন্না পাউলো ব্রাউন | এবং পরবর্তীতে হিটলার তাঁকে বিয়েও করেছিলেন | কিন্তু বিবাহের 40ঘন্টারও কম সময়ের মধ্যে হিটলার সস্ত্রীক আত্মহত্যা করেছিলেন | কার্যত বাধ্য হয়েই হিটলার কে আত্মহত্যা করতে হয়েছিল | সে যাইহোক হিটলার অবশ্য ইভাকে অন্যত্র গিয়ে সুন্দর জীবন যাপনের পরামর্শ দিয়েছিলেন | কিন্তু ইভা হিটলার কে প্রচন্ড ভালোবাসতেন | ফলে তিনি অন্যত্র না গিয়ে প্রেমিক হিটলারের সঙ্গে জীবন বিসর্জন দেওয়াকেই শ্রেয় মনে করেছিলেন এবং একই সঙ্গে দুজনে শেষ পর্যন্ত আত্মহত্যা করেন |

হিটলারের জন্ম 1889সালের 20শে এপ্রিল আর ইভার জন্ম 1912সালের 12ই ফেব্রুয়ারি তাদের মধ্যে বয়সের বিস্তর ব্যবধান ছিল | ইভা হিটলারের থেকে 23বছরের ছোটো ছিলেন | কিন্তু বয়সে ব্যবধান তাদের সম্পর্কে বাধাদান করেনি | হিটলারের সঙ্গে ইভার প্রথম দেখা হয় মিউনিখে | তখন ইভার বয়স ছিল 17| ইভা হিটলারের পার্সোনাল ফটোগ্রাফারের সহকারী ও মডেল হিসাবে কাজ করতেন | প্রথম দেখার দু বছর পর থেকে তাদের মধ্যে নিয়মিত সাক্ষাৎ হত | 1936সালের পর থেকে হিটলারের বার্গহফ নামের বাড়িতেই বসবাস শুরু করেন ইভা | হিটলারের এই বাড়ি ছিল ব্যাভারিয়ান পর্বতশৃঙ্গের বার্খটেসগার্ডেন
মিউনিসিপ্যালিটি এলাকায় | ইভা জনসমক্ষে তেমন আসতেন না | তবে 1942 সালে তাঁর বোনের সাথে হিটলারের এক সামরিক অফিসারের বিবাহ হলে তাঁকে প্রকাশ্যে আসতে দেখা যায় |
1945সালের 30শে এপ্রিল আত্মহত্যার পূর্বেও ইভা একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন 1936সালে | খুব সম্ভবত হিটলারের সাথে মনমালিন্যের জন্যেই সেবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন | ইভা ব্রাউনের ধূমপান করা, অতিরিক্ত প্রসাধন সামগ্রীর ব্যবহার এবং ছোটো পোশাক পরে রোদ পোহানো ইত্যাদি নানা কার্যকলাপ হিটলার কে ক্ষুব্ধ করত | তিনি এসব পছন্দ করতেন না |
1945সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিনগুলিতে হিটলারের পতন যখন আসন্ন তখন হিটলার অধিকাংশ সময়ই ব্যাঙ্কারে থাকতেন | এই ব্যাঙ্কারেই হিটলার এবং ইভার বিবাহ হয় 1945সালের 29শে এপ্রিল এবং বিবাহের পর দিন 1945সালের 30শে এপ্রিল তারা আত্মহত্যা করেন |
 

No comments:

Post a Comment