Thursday, 1 October 2015

রানাঘাটের নামকরণের ইতিহাস

রানাঘাট নামটি সবাই জানেন | কিন্তু রানাঘাটের এরুপ নামকরণের পশ্চাদে একাধিক যুক্তি পাওয়া যায় | এখন রানাঘাটের এরুপ নামকরণ হওয়ার সেইসব যুক্তি গুলিরই অবতারণা করব |
কেউ কেউ বলেন রানাঘাটের পুরোনো নাম ছিল ব্রহ্মডাঙা | এখানে রনা বা রানা ডাকাতের মূল ঘাঁটি ছিল | তার ভয়ে আশেপাশের গ্রামের বাসিন্দারা কাঁপত | চূর্ণী নদীতে তখন বড়ো বড়ো নৌকা চলত | যাত্রী বা পণ্য নিয়ে | তবে রানার ভয়ে সবাই যেত দলবদ্ধ হয়ে | যার ফলে লোকজন ব্রহ্মডাঙা কে আর ব্রহ্মডাঙা বলত না | বলত রানার ডাকাতের ঘাঁটি বা রানার ঘাট | এই ভাবেই ব্রহ্মডাঙা হয়ে গেল রানাঘাট |

আবার অনেকে বলেন "ঘাট" কথাটি হল হাটের পরিবর্তিত রুপ | নদীর তীরে ব্রহ্মডাঙায় বসত বিকিকিনির হাট | সেই হাট থেকেই ঘাট | আরেক দল প ন্ডিত এই মতকে বিশ্বাস করেন না | তাঁরা বলেন কোনও এক রানীর নামকে স্মরণ করেই রানীর ঘাট | তার থেকে রানাঘাট |

রানাঘাটের প্রাচীনত্ব নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই | যে বারোটি দীপ নিয়ে প্রাচীন নবদীপ রাজ্যে গঠিত হয়েছিল তার মধ্যদীপে রানাঘাটের অবস্থান ছিল | 1962 সালে রানাঘাট মহাকুমা থেকে চাকদহ থানার কিছু মৌজা নিয়ে গঠিত হয় কল্যাণী থানা এবং 1983 সালের 1 লা জানুয়ারি রানাঘাট মহাকুমা থেকে কেটে চাকদহ, কল্যাণী, আর হরিণঘাটাকে বের করে নিয়ে গঠিত হয় কল্যাণী থানা |

রানাঘাটে আগে একাধিক নদী ছিল কিন্তু সেগুলির সবই আজ লুপ্ত প্রায়.
বহমান নদী গুলি হল গঙ্গা, চূর্ণী , ইছামতি আর লুপ্ত নদী গুলির মধ্যে রয়েছে বারকো হাঙ্গর অঞ্জনা কঙ্গোনা..

তথ্য সূত্র :- আনন্দবাজার পত্রিকা /এখন নদীয়া 2013

ছবিটি রানাঘাটির পালচৌধুরী বাড়ির শিবমন্দিরের ....

No comments:

Post a Comment