কল্যাণী বিশ্ববিদ্যালয়ের
অন্তর্গত প্রথম সারীর একটি কলেজ হল কৃষ্ণনগর মহাবিদ্যালয় | এই কলেজের
পরোতে পেরোতে ইতিহাস জড়িয়ে আছে | এই কলেজটির বয়স প্রায়. 170 বছর | কৃষ্ণনগর
মহাবিদ্যালয়ের. শুভ উদ্ভোধন ঘটে 1845 সালের 28 নভেম্বর | এখানকার হাতার
পাড়ার এক ভাড়া বাড়িতে | তৎকালীন বড়োলার্ট লর্ড হার্ডিঞ্জ 1846 সালের 1
জানুয়ারি এই কলেজের অনুমোদন দেন | এর কিছু সময় পর নদীয়ার মহারাজা
শ্রীশচন্দ্র রায় এবং মুর্শিদাবাদের কাশিমবাজারের মহারানি স্বর্ণময়ী কলেজের
শতাধিক বিঘা জমি দান করলে স্থানীয় শিক্ষাহিতৈষী ব্যক্তিবর্গের আর্থিক
সহযোগিতায় নির্মিত বর্তমান প্রাসাদোপম ভবনে ভাড়া বাড়ি ছেড়ে স্থায়ী ভাবে
কলেজ উঠে আসে 1856 সালের 1 জুন |
এই মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ ছিলেন বিশিষ্ট শেক্সপিয়ার বিশেষজ্ঞ ক্যাপ্টেন ডি.এল. রিচার্ডসন | এছাড়াও বিভিন্ন সময়ে মি: রকফোর্ট , স্যার রোপার লেথব্রিজ , রায় বাহাদুর জ্যোতিভূষণ ভাদুড়ী, সতীশ চন্দ্র দে, আর. এন. গিলক্রিষ্ট. প্রমুখ যশস্বি শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ অধ্যক্ষের পদ অলংকৃত করেছেন |
এখানকার খাতিনামা অধ্যাপক দের মধ্যে বাবু রামতনু লাহিড়ী , মদনমোহন তর্কালঙ্কার , চিন্তাহরণ চক্রবর্তী , সুবোধ. চন্দ্র সেনগুপ্ত, আব্দুল হাই, প্রমুখের নাম উল্লেখযোগ্য |
এই কলেজের বিখ্যাত ছাত্র দের মধ্যে রয়েছেন কবি ও নাট্যকার দিজেন্দ্রলাল রায়, চারণকবি ও সাংবাদিক বিজয়লাল চট্টোপাধ্যায়, ভূতত্ত্ববিদ ও টাটা লৌহ ইস্পাত কারখানার রুপকার প্রমথনাথ বসু এবং 2010 সালের মে মাসে এভারেস্ট জয়ী পর্বতরোহী বসন্ত সিংহ রায় প্রমুখ |
1999 সাল থেকে এই কলেজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের
অন্তর্ভুক্ত হয় | 2002 সাল থেকে এখানে দর্শন. ও ভূগোল , 2008 সালে
বাংলায়. এবং 2010 সাল থেকে প্রাণিবিজ্ঞানে স্নাতকোত্তর. শ্রেণীর. পঠনপাঠন
চালু হয় |
তথ্য সূত্র :- কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের তথ্য পুস্তিকা 2013-2014
এই মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ ছিলেন বিশিষ্ট শেক্সপিয়ার বিশেষজ্ঞ ক্যাপ্টেন ডি.এল. রিচার্ডসন | এছাড়াও বিভিন্ন সময়ে মি: রকফোর্ট , স্যার রোপার লেথব্রিজ , রায় বাহাদুর জ্যোতিভূষণ ভাদুড়ী, সতীশ চন্দ্র দে, আর. এন. গিলক্রিষ্ট. প্রমুখ যশস্বি শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ অধ্যক্ষের পদ অলংকৃত করেছেন |
এখানকার খাতিনামা অধ্যাপক দের মধ্যে বাবু রামতনু লাহিড়ী , মদনমোহন তর্কালঙ্কার , চিন্তাহরণ চক্রবর্তী , সুবোধ. চন্দ্র সেনগুপ্ত, আব্দুল হাই, প্রমুখের নাম উল্লেখযোগ্য |
এই কলেজের বিখ্যাত ছাত্র দের মধ্যে রয়েছেন কবি ও নাট্যকার দিজেন্দ্রলাল রায়, চারণকবি ও সাংবাদিক বিজয়লাল চট্টোপাধ্যায়, ভূতত্ত্ববিদ ও টাটা লৌহ ইস্পাত কারখানার রুপকার প্রমথনাথ বসু এবং 2010 সালের মে মাসে এভারেস্ট জয়ী পর্বতরোহী বসন্ত সিংহ রায় প্রমুখ |
1999 সাল থেকে এই কলেজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের
তথ্য সূত্র :- কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের তথ্য পুস্তিকা 2013-2014
No comments:
Post a Comment